অনলাইনঃ
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী।

আজ ১৮ জানুয়ারি, সোমবার সকালে বিমানবন্দরের সামনের পদ্মা ওয়েল গেটের কাছেই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর যাত্রীবাহী ওই বাসটি জব্দ করে পুলিশ। তবে সুযোগ বুঝে আগেই চালক পালিয়ে গেছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মরদেহ এখনো ঘটনাস্থলেই পড়ে আছে। নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়।
-ডিক

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily