সারাদেশঃ
সিলেটে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশায় থাকা নানি ও নাতনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের হাজীগঞ্জ বাজারের ধরমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নানি ফরিদা বেগম (৪৫), সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম মল্লিকপুর গ্রামের আহসান মিয়ার স্ত্রী ও তার ৯ মাস বয়সী নাতনি আফরোজা বেগম তিশা। তার বাবার নাম সেলিম মিয়া।

এসএমপির মোগলাবাজার থানা পুলিশের ওসি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, অটোরিকশায় পাঁচজন সিলেট শহর থেকে ফেঞ্চুগঞ্জে যাচ্ছিল। পথে হাজীগঞ্জ বাজারের ধরমতলা নামক স্থানে বিপরীতমুখী মিনিবাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নানি ফরিদা বেগম মারা যান। এ সময় আহত হন চারজন।

তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু আফরোজাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহের ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily