সারাদেশঃ

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নারী-শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।

আজ ২২ আগস্ট, শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজ গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সেখানে ইউটার্ন নেয়ার সময় প্রাইভেটকারটি একটি যাত্রীবাহী বাসের নিচে ঢুকে যায়। এতে হতাহতের ঘটনাটি ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে এলে সেখানে ইউটার্ন নেয়া একটি প্রাইভেটকার বাসটির নিচে ঢুকে যায়।

এতে প্রাইভেটকারের ভিতরেই চাপা পরে এক শিশু,  দুই জন নারীসহ পুরুষসহ ৬ জন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily