বানরের পিঠা ভাগ করতে চায় না আওয়ামী লীগঃ কাদের

অনলাইনঃ

মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করবে না আওয়ামী লীগ। আরও যাচাই বাছাই শেষে জোটগতভাবে তালিকা প্রকাশ করা হবে বলে জানান সাধারণ সম্পাদক। তিনি বলেন, যাদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হবে।

মনোনয়নের নামে বানরের পিঠা ভাগ করতে চায় না আওয়ামী লীগ। আজ ধানমন্ডির সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, আমরা কৌশলে মার খেতে চাই না, কৌশলে এগিয়ে যেতে হবে। এতে আমরা কারও থেকে পিছিয়ে থাকতে চাই না।

তিনি বলেন, আমরা জোটের তালিকা প্রকাশ করব। দলীয়ভাবে যেটা করেছি তা কিন্তু গণমাধ্যমে দিইনি। এমন অনেক প্রার্থীর নাম গণমাধ্যমে এসেছে যাদের আমরা চিঠি দিইনি। এটা বিভ্রান্তিকর।

তিনি বলেন, অফিশিয়ালি তালিকা প্রকাশের আগে লোকের মুখে শুনে বা শোনা কথা প্রচার করলে তা বিব্রতকর। তিনি গণমাধ্যমকে এমন না করার অনুরোধ জানান।

ওবায়দুল কাদের বলেন, জোটের অন্যান্য শরিকেরাও একইভাবে চিঠি দিয়ে মনোনয়ন দেওয়া শুরু করেছে। জাতীয় পার্টি, বিকল্পধারার নেতৃত্বে যুক্তফ্রন্ট, ১৪ দল চিঠি দিচ্ছে। সকলের তালিকার পর যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব। এখানে কৌশলগত, টেকনিক্যাল ও টেকটিকেল বিষয়গুলো বিবেচনার আছে। কয়েকটি জায়গায় আমরা ডাবলও মনোনয়ন দিয়েছি। পরবর্তীতে মাঠ পর্যায়ে সার্ভে করে চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান শরিকদের ৬৫-৭০ আসন ছেড়ে দেওয়া হবে। জাতীয় পার্টি, ১৪ দল, যুক্তফ্রন্ট সব মিলিয়ে ইলেকটেবল-ইলিজিবল প্রার্থী দেওয়া হবে।

এর সাথে আজকে মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা থাকলেও সেটা না হওয়ায় দুঃখ প্রকাশ করেন।  এ পর্যন্ত  ২৩১টি চিঠি দেওয়া হয়েছে।

-ডিকে

FacebookTwitter