নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবারের মতো এবারো অংশ নিয়েছে বিশ্বখ্যাত শিশু প্রসাধনী কোদোমো।

গত ৯ জানুয়ারি শুরু হওয়া মেলার ২১নং থাই প্যাভিলিয়নে কোদোমোর স্টলে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির প্রায় ১৫০টির বেশি পণ্য।

পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে কোদোমো পণ্য বাজারজাত করে।

পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এমএম জাহিদ মাহমুদ বলেন, প্রতিবারের মতো এবারো আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছি জনপ্রিয় শিশু প্রসাধনী কোদোমো নিয়ে। থাই প্যাভিলিয়নের প্রবেশ মুখেই আমাদের স্টল। বাণিজ্য মেলায় কোদোমোর সব পণ্য পাওয়া যাচ্ছে। চলছে মেলা উপলক্ষ্যে সব পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়।

পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম বলেন, মেলা শুরু হওয়ার পর থেকেই এবার কোদোমো পণ্যের অন্যরকম চাহিদা।

বাংলাদেশে কোদোমো পণ্যের জনপ্রিয়তা এবং চাহিদা বেড়েছে সেটা বোঝা যাচ্ছে। আমরা সব সময় চেষ্টা করি পণ্যগুলো ক্রেতাদের হাতের নাগলে রাখার। মেলা ছাড়াও যারা বিশ্বখ্যাত শিশু প্রসাধনী কোদোমোর পণ্য কিনতে চান তারা ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ, গ্রোসারি শপ চালডাল ডটকমসহ আরো বেশ কিছু ই-কর্মাসে থেকেও কিনতে পারবেন।

তিনি আরো বলেন, সারাবিশ্বের শিশুদের নানা ধরনের প্রসাধনী তৈরিতে অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে কোদোমো। আমরা পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে কোদোমোর পণ্য বাজারজাত করছি।

২০১৩ সালে বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটি যাত্রা শুরু করে। খুব কম সময়েই কোদোমোর পণ্য বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা ও ক্রেতাদের আস্থা অর্জন করেছে।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily