বিনোদনঃ
বড় পর্দায় দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন। উল্লেখ এনপির লেখা ‘আনফোল্ড বাজপেয়ী’ অবলম্বনে তৈরি করা হবে এই সিনেমা।
আমাশ ফিল্মের মালিক শিভা শর্মা এবং জিশান আহমেদ ইতোমধ্যেই ‘আনফোল্ড বাজপেয়ী’ বইটির সত্ত্ব কিনে নিয়েছেন। ছবিতে বাজপেয়ীর ছোটবেলা, কলেজ জীবন এবং একজন রাজনীতিবিদ হয়ে ওঠার নানা অজানা কাহিনী দেখানো হবে।
শিভা শর্মা বলেন, ‘ছবিটি নিয়ে আমার উচ্চাকাঙ্ক্ষা আছে এবং এই বাজপেয়ীর জীবনকে বড় পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে গৌরব বোধ করছি। আমি মনে করি অনেকেই অটল বিহারী বাজপেয়ীর জীবন সম্পর্কে জানেন না।’ এই বই পড়ার সময়ে আমি নিজেও অনেক কিছু জেনেছি তার সম্পর্কে।’
জিশান আহমেদ জানান, ছবির স্ক্রিপ্ট ইতোমধ্যেই প্রস্তুত করা শুরু হয়েছে। স্ক্রিপ্ট তৈরি করা শেষ হয়ে গেলে পরিচালক এবং অভিনয়শিল্পীদের নির্বাচন করা হবে। ছবির সম্ভাব্য নাম ‘দ্য আনটোল্ড বাজপেয়ী।’ ছবিটি কবে মুক্তি পাবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
অটল বিহারী বাজপেয়ী ১৯৯৬ সালে প্রথমবারের মতো মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হন। এরপর ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এর বাইরে থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি একদম পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
১৬আগস্ট, ২০১৮ দিল্লীর এইমসে বার্ধক্যজনিত কারণে মারা যান অটল বিহারী বাজপেয়ী।
-দ্য হিন্দু