লাইফস্টাইলঃ
মনকে সুস্থ, সতেজ রাখার প্রত্যয়ে আজ (২০ অক্টোবর ২০২৩) বাংলা একাডেমি, ঢাকায় শুরু হয়েছে ‘মর উৎসব’।
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করতে মন উৎসবে থাকছে ইয়োগা, মিউজিক থেরাপি, কফি কাউন্সেলিং, আর্ট থেরাপি।
সন্ধ্যায় কনসার্ট। যোগ দেবে জলের গান, ঋতুরাজ ও অন্যান্য অনেকে।
এই উৎসবের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সহযোগী অধ্যাপক মো. সেলিম হোসেন। তার সাথে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ বিন আলী।
ইতিমধ্যে মন উৎসবটি বেলা ১১ টায় শুরু হয়েছে জাতীয় সঙ্গীতের সুরেই। এর পর ইয়োগা, চিত্রাংকণ, পাপটে শোসহ নানা আয়োজন চলছে।
শেষ হবে রাত ৮ টায় সঙ্গীত আয়োজনের মূর্ছনায়।
শিশির