অর্থনীতিঃ
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের কেন্দ্রীয় এ ব্যাংকের সকল স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন আর্থিক অনুদান হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হবে।

তাদের অনুদান এ সংকটময় পরিস্থিতিতে স্বাস্থ্য নিরাপত্তা ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় ব্যয় হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আর্থিক অনুদান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মীর একদিনের বেতন দেয়া হবে এমন সিদ্ধান্ত হয়েছে। এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হবে।’

ইতোমধ্যে সার্কুলার জারি করে সবাইকে জানানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। গতকাল ১৯ এপ্রিল, রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ওই সার্কুলারটি জারি করা হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার করোনাভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের স্থায়ী-অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সার্কুলারে জানানো হয়।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily