অনলাইনঃ
কবি, লেখক, গবেষক ও ফিলানতোফিষ্ট লায়ন ইসমাঈল হোসেন কে সভাপতি ও নেছার আহম্মেদ পাটওয়ারী সম্পাদক করে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স সমবায় সমিতির পথ চলা শুরু হলো আজ।

সমিতির উদ্দেশ্যে -আমিও জিতবো- তুমিও জিতবে এ প্রতিশ্রুতি থেকেই দেশের যুব ইন্জিয়ারদেরকে আত্মমর্যাদা,আত্মোন্নয়ন , আত্মনির্ভরশীল,কর্মমুখী, দক্ষ কারিগর,কর্মসংস্থান, স্বনির্ভরতা, সদস্যদের উৎপাদিত পণ্যের পরিচিতি, বাজারজাত ও পরিবেশন করা বাংলাদেশ ইন্জিয়ার্স সমবায় সমিতি লিঃ এর পথ চলা।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily