কূটনৈতিক সংবাদঃ

বাংলাদেশ নতুন করে শুরু হওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ এবং বিশ্বের আরো ১২টি দেশের যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

সিভিল এভিয়েশন অথোরিটি অব বাংলাদেশ (কাব) আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

যুক্তরাজ্য বাদ দিয়ে ইউরোপ ছাড়াও বিশ্বের যে ১২টি দেশের যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে-আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্দান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

এতে আরো বলা হয়, এই দেশগুলো এয়ারলাইন্স থেকে পরিচালিত যাত্রীবাহী বিমানগুলোর শুধু ট্রানজিট যাত্রীদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হবে। তবে, এর জন্য শর্ত হচ্ছে-যাত্রীদের শুধু টার্মিনাল ভবনের ভিতরেই থাকতে হবে।

কাব আরো জানায়, বাংলাদেশ ও বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের প্রেক্ষাপট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily