ব্র্যান্ড সংবাদঃ

১২৮জিবি মেমোরি, স্পেসের নতুন রাজা, ভি১১-এ ফাস্ট চার্জিং এবং ভি১১ প্রো-তে ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি
বাংলাদেশে প্রথমবারের মতো ভি১১ প্রো-তে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

প্রতি বছর-ই ভিভো এমন একটি ফোন বাজারে নিয়ে আসে যা ফোনপ্রেমীদের তাক লাগিয়ে দেয়। এ বছরের শুরুর দিকে লঞ্চ করা ভি৯ এমন একটি ফোন। ভি৫, ভি৫ প্লাস, ভি৭, ভি৭ প্লাস ও ভি৯ এর সাফল্যের পর ভিভো আনতে যাচ্ছে নতুন আরও দুটি ফোন, ভিভো ভি ১১ এবং ভি১১ প্রো।

ধারণা করা যাচ্ছে যে, সেপ্টেম্বরের মাঝামাঝি ভিভো বাংলাদেশ বাজারে ভি ১১ ফোনটি নিয়ে আসতে পারে। ইতিমধ্যে ফোনটির দারুণ কিছু তথ্য জানা গিয়েছে।

প্রকাশ হওয়া তথ্যে জানা গেছে, ভি ১১-এ থাকছে ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং দুটি রিয়ার ক্যামেরা, মোট তিনটি ক্যামেরা। ভি১১ প্রো-তে আরো রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্কানিং ও হেলো ফুলভিউ ডিসপ্লে।

ভি১১ ফোনগুলোতে থাকছে ফাস্ট চার্জিং টেকনোলজি। নামের সাথে সাদৃশ্য রেখে ফাস্ট চার্জিং টেকনোলজি বর্তমান টেকনোলজির তুলনায় দ্বিগুণ দ্রুত ব্যাটারি চার্জ করতে সক্ষম। ধারণা করা হচ্ছে ভি১১ ফোনটি বাজারে ২৮,০০০ টাকার একটি দারুণ রেঞ্জের মধ্যে পাওয়া যাবে।

এসএম/নওরীন

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily