কূটনৈতিক সংবাদঃ
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।

সোমবার (২২ মার্চ) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে রানীর শুভেচ্ছার কথা জানানো হয়েছে।

২১ মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। আমি বাংলাদেশের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি। বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন।’

‘আমি আশা করি, বিশ্বব্যাপী যে করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে তা দ্রুত কাটিয়ে উঠবে। পাশাপাশি ভালো সময়ের প্রত্যাশায় থাকলাম।’

রানী বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্কের ভিত্তি গভীর বন্ধুত্বের ও সৌহার্দ্যের। এই সম্পর্কের গুরুত্ব ও তাৎপর্য ৫০ বছর আগের মতোই অটুট আছে।

আরও পড়ুন:

‘মুজিব চিরন্তন’প্রতিপাদ্যে ১৭ থেকে জাতীয় প্যারেড স্কোয়ারে শুরু হয়েছে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যেই ব্রিটেনের রানী এ শুভেচ্ছা বার্তা পাঠালেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily