বাংলাদেশের কাছে টিকা হস্তান্তর করলো ভারত

স্বস্থ্যঃ

বাংলাদেশের কাছে করোনার টিকা হস্তান্তর করেছে ভারত। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করা হয়।

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করেন। 

এসময় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অনেকে  উপস্থিত ছিলেন।

এর আগে টিকাগুলো মুম্বাই থেকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে  করোনার টিকা তেজগাঁওয়ের ইপিআই স্টোরে নিয়ে যাওয়া হয়। এখানেই সংরক্ষণ করা হবে এ টিকা।

-কেএম

FacebookTwitter