অনলাইনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে প্রভোস্টের কাছে অভিযোগপত্র দিতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হওয়ার পর ডাকসুর ভিপি নুরুল হক নূরসহ বিক্ষোভরত শিক্ষার্থীরা ভিসির বাসার সামনে অবস্থান নিয়েছেন। বিচার না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না বলেও জানান।
মঙ্গলবার সন্ধ্যায় নূরুল হক নূর বলেন, ‘আজকে হামলার বিষয় এবং হল থেকে অছাত্র, বহিরাগত না তাড়ানো পর্যন্ত ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে।’
এর আগে সলিমুল্লাহ মুসলিম হলে অবরুদ্ধ হন নুরুল হক নূর। হল সংসদের নেতৃত্বে থাকা ছাত্রলীগ নেতারা তাকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। প্রায় দুই ঘণ্টা তিনি সেখানে অবরুদ্ধ থাকেন। যদিও হল প্রাধ্যক্ষের দাবি, তাকে অবরুদ্ধ করা হয়নি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নুর সেখান থেকে ছাড়া পান। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং ডিম ছুড়ে মারে ছাত্রলীগের কর্মীরা। তার সঙ্গে থাকা কয়েকজন আহতও হন। পরে প্রতিবাদস্বরূপ নুর ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
অরণি সেমন্তি খান বলেন, ‘এস এম হলের প্রভোস্টের গায়েও ডিম মারা হলো, এই অবস্থায় সে আমাদেরকে নিরাপদে এগিয়ে দিতে চাইলেও তার প্রশ্রয়ে বেড়ে ওঠা সন্ত্রাসীরা চারপাশ থেকে আমাদের মেয়েদেরকেও লাত্থি ঘুষি শারীরিক নির্যাতন করে।’
‘ভিসি স্যারের বাসার সামনে বসে আছি, বসে থাকবো। এটা কোনো বিশ্ববিদ্যালয় হতে পারেনা’, বলেন তিনি।
মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীরা উর্দু বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী ফরিদের উপর হামলার নিন্দা এবং হামলার সাথে জড়িতদের সকলকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়ে এসএম হলে প্রভোস্টের কাছে যান। সেখানে গিয়েও ছাত্রলীগের হামলার শিকার হন।
সোমবার রাতে হলের আবাসিক ছাত্র ফরিদ হাসানকে ছাত্রলীগ রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ ওঠে। হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ফরিদ নিজ সংগঠনের মনোনয়ন না পেয়ে হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। মূলত ছাত্রলীগের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার কারণেই তার ওপর ছাত্রলীগের একাংশ ক্ষুব্ধ ছিল বলে একটি সূত্র জানিয়েছে।
-ডিকে