আইন আদালতঃ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ১০ জনের বিরুদ্ধে দুটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে ১ হাজার কোটি টাকা মানহানির মামলা দায়ের করেন।
অন্যদিকে, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান দোলন একই আদালতে ১০০ কোটি টাকা মানহানির মামলা করেন।
আগরওয়ালার করা মামলায় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
দোলনের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অন্যান্য আসামিরা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, দৈনিক কালের কন্ঠর সম্পাদক, এর জ্যেষ্ঠ প্রতিবেদক হায়দার আলী, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপক আবু তাইয়্যেব, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক রুহুল আমিন রাসেল, কালের কন্ঠর বিশেষ প্রতিনিধি রিপনুল হাসান রিপন।
-শিশির