বিনোদনঃ

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান মারা গেছেন। চলে গেছেন না ফেরার দেশে। হয়ে গেলেন স্মৃতি শুধুই। ২৯ এপ্রিল, বুধবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইরফান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়, ৫৩ বছর বয়সী এ অভিনেতা গতকাল মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন কোলন (অন্ত্র) ইনফেকশান নিয়ে।

২০১৮ সালে তিনি বিরল ব্রেন ক্যান্সারে আক্রান্ত হন। পরে যুক্তরাজ্যে অপারেশান ও চিকিৎসা চলে।

সুস্থ হয়ে তিনি আবার অভিনয়ে ফেরত আসেন। লকডাউনের আগে তার সর্বশেষ ছবি ‘Angrezi Medium’ মুক্তি পায়।

কিছুদিন আগে তাঁর ক্যান্সার ট্রিটমেন্ট সম্পর্কে বলেছিলেন, “আমি অদ্ভুত এক ক্যান্সারের আত্মিক বন্ধনে জড়িয়ে পড়েছি। হাই গ্রেড নিউরো এন্ডোক্রিন টিউমার — ওয়াও!! সুপার্ব ইয়ার, আমার ভোকাবিউলারিতে এই নামটি নতুন যুক্ত হল……!” আরও মর্মান্তিক হল — মাত্র চারদিন আগে তাঁর মা মারা গেছেন।

-এফকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily