বরিশালের ৩ বিশ্ববিদ্যালয় ও বিডিঅ্যাপস স্মারক স্বাক্ষরিত

বরিশালের ৩ বিশ্ববিদ্যালয় ও বিডিঅ্যাপস স্মারক স্বাক্ষরিত
বরিশালের ৩ বিশ্ববিদ্যালয় ও বিডিঅ্যাপস স্মারক স্বাক্ষরিত

শিক্ষাঃ
বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোর- বিডিঅ্যাপস, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বরিশাল বিভাগের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ও পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি (পিএসটিইউ)-এর সাথে সম্প্রতি তিনটি পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

শিক্ষার্থীদের আইটি ধারার বিভিন্ন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে, তাঁদের প্রযুক্তিগত ক্ষেত্রে আরো অগ্রসর করতে এবং বিডিঅ্যাপস-এর সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্য এসব এমওইউ স্বাক্ষরিত হয়।

এমওইউ স্বাক্ষর কার্যক্রমের শুরুতেই বিডিঅ্যাপস-এর প্রতিনিধি দল উপস্থিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে, এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ ইরফান।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সাক্ষর করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান, জনাব মোঃ ইরফান এবং রবি আজিয়াটা লিমিটেডের জেনারেল ম্যানেজার, সালাহ উদ্দিন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এমওইউ করা হয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এবং পিএসটিইউ -এর সাথে।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রবি’র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-শিশির

FacebookTwitter