কৃষি সংবাদঃ
৬ আগস্ট.২০২০ ইং কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরজ্জামান মানিকগঞ্জ জেলার সদর, ঘিওর, দৌলতপুর ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

এ অঞ্চলের বন্যা কবলিত স্থানীয় কৃষক কৃষাণীদের খোঁজখবর নেন। পানি নেমে গেলে কোন কোন কৃষক জমিতে কি রোপণ করবেন তা জানেন। কৃষকদের মাঝে বিভিন্ন সবজীর চারা বিতরণ করেন।

কৃষি সচিব বন্যায় ক্ষতিগ্রস্থ সকল কৃষককে বর্ধনশীল হাইব্রীড সবজী বীজ, শসাসহ অন্যান্য সবজীর বীজ বিতরণ করেন।

এছাড়াও তিনি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণা কেন্দ্র মানিকগঞ্জের সকল কৃষি কর্মকর্তা ও নাগরপুর টাঙ্গাইলের সমন্বয়ে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জনাব বিভূতিভূষণ সরকার ও মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily