অনলাইনঃ
দৃশ্যত কিছু পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সাথে চালু হয়েছে ডার্ক মোড। এমন পরিবর্তন আসছে সেটা আগেই জানিয়েছিলো ফেসবুক, অবশেষে শুক্রবার তা দেখতে পেলো ফেসবুক ব্যবহারকারীরা।

মোবাইলে এখন যে ডার্ক মোড ব্যবহার করা যায়, সেটা এখন থেকে ডেস্কটপ ভার্সনেও পাওয়া যাবে।

ফেসবুক জানিয়েছে, নতুন এই পরিবর্তনের ফলে বিশেষ সুবিধা পাওয়া যাবে ভিডিও দেখা, গেম খেলা বা গ্রুপ চ্যাটিংয়ের ক্ষেত্রে। এছাড়া ক্রিয়েটিভ অ্যান্ড স্পেস গ্রুপ এবং বিজ্ঞাপন দাতাদের জন্য ফেসবুকের এই নতুন ভার্সনটি অনেক সুবিধা জনক হবে।

ফেসবুকের নতুন এই ভার্সনটি চোখের ক্লান্তি দূর করবে। কোনো কিছু দেখতে বা পড়তে গিয়ে বিরক্ত হবেন না ব্যবহারকারীরা। মূলত সবধরনের ব্যবহারকারীরাই সুবিধা পাবেন ফেসবুকের এই পরিবর্তনের কারণে।

ইতোমধ্যে বেশিরভাগ ব্যবহারকারীরাই পেয়ে গেছেন ফেসবুকের নতুন এই ডেক্সটপ ভার্সনটি। তবে এখনো যারা পাননি তারা সয়ংক্রিয়ভাবে পেতে হয়তো আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

অথবা এখনই ফেসবুক হোম পেজে গিয়ে ডান দিকের কোণে নিচের দিক করা তীর চিহ্নে ক্লিক করুন। আপনিও পেয়ে যাবেন ফেসবুকের নতুন ভার্সনটি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily