দিনাজপুরঃ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রেজাউল করিম (৩৫) নামের একজন সাহায্যকারী রাত আনুমানিক ১২টার সময় বড়পুকুরিয়ায় তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন বলে জানা গেছে।

রেজাউল করিম প্রায় ছয় মাস যাবৎ সান্তাহার বিদ্যুৎ কেন্দ্র থেকে বড় পুকুরিয়ায় বদলী হন।

সেখানে তিনি মানষিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন। তার শয়ন কক্ষে তিনজন থাকতেন। কিন্ত বাঁকী দুই জন ছুটিতে থাকায় তিনি ঘটনার দিন একাই ছিলেন।

পুলিশ রেজাউলের ঝুলন্ত লাশ নামিয়ে থানায় আনে এবং যথারীতি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily