স্পোর্টসঃ

প্রথমে শোনা গিয়েছিল বিপিএল শুরু হবে ৬ ডিসেম্বর। শেষমেশ বিপিএল শুরুর জন্য ১১ ডিসেম্বর তারিখ ঠিক করা হয়েছে।

এবারের বিপিএলের নাম বঙ্গবন্ধু বিপিএল। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষিকী উপলক্ষে এই উদ্যোগ। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ নভেম্বর, মঙ্গলবার বিপিএল নিয়ে বিসিবির মিটিং শেষে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

উদ্বোধনী অনুষ্ঠান জমজমাট করার কথা বললেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘যেহেতু বঙ্গবন্ধুর নামে বিপিএল হচ্ছে, জাকজম ভাবে করা উচিত। এতটুকু বলতে পারি, ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত জাঁকজমক ভাবে কোন আয়োজন করা হয়নি, সেরকম কিছু করার ইচ্ছা আছে। বিরাট প্রোগ্রাম, এখন বলা যাবে না। তবে অনেক কিছু থাকবে। এতকিছু একসঙ্গে বাংলাদেশে আর হয়নি। তেমন কিছু করার ইচ্ছে।’

এ মাসের ১৭ তারিখ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। বিপিএলে অংশগ্রহণ করবে ৭টি দল। এবারের বিপিএল বিসিবির তত্বাবধানে হলেও আলাদা আলাদা স্পন্সর খুঁজছিলো বিসিবি। নাজমুল হাসান পাপন জানালেন, ৫টি স্পন্সর ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। বাকি দুটো সরাসরি বিসিবি পরিচালনা করার সম্ভাবনা বেশি। স্পন্সরদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে দলগুলোর নাম।

বিপিএলে কোচ হতে আগ্রহী ছিলেন অনেকেই, এমনটা শোনা গিয়েছিল কিছুদিন আগে। এদের মধ্যে থেকে চারজনকে ঠিক করা হয়েছে। এমনটাই জানালেন বিসিবি প্রধান।

অবশ্য এখনি তাদের নাম বলতে নারাজ তিনি। বললেন, ‘ভালো ভালো কোচ। সবচেয়ে নামকরা যারা আছেন, জাতীয় দলের জন্য যাদের সঙ্গে কথা বলেছিলাম, ঐ ধরনের কোচই আসবে।
-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily