জাতীয়ঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ১০০ স্মারক ডাক টিকিট সংবলিত বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।

শুক্রবার (১৪ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

এ সময় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোড়ক উন্মোচনের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily