সারাদেশঃ
বগুড়ায় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকার বাড়িতে ফেরার পথে রবিবার রাতে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত মাহবুব আলম শাহীন (৫৫) সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তার পরিবহন ব্যবসা ছিল।

এলাকাবাসী জানান, শহরের নিশিন্দারার হাউজিং এস্টেট এলাকার একটি শরীরচর্চা কেন্দ্র থেকে রাত ১১টার দিকে বেরিয়ে বাসার ফেরার পথে ৪-৫ জন শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই শাহীন মারা গেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, শাহীনকে কারা, কেন হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। খুনিরাও চিহ্নিত হয়নি।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily