অনরাইন রিপোর্টঃ

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বগুড়ার শীর্ষ সন্ত্রাসী আপন ওরফে সিজার (৩২) নামের এক ক্যাক্তি নিহত হয়েছেন।

সিজার সদর উপজেলার মানিকচক এলাকার নূর হোসেন খন্দকারের ছেলে। বুধবার রাত আড়াইটার দিকে মাটিডালি ব্রিজের কাছে পল্লী মঙ্গল চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সিজারের বিরুদ্ধে সদর থানায় ৫টি অস্ত্র মামলা সহ এগারটি মামলা রয়েছে।

সিজার শহরতলির মাটিডালী, মানিকচক, বাংলাবাজার এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বুধবার রাত আড়াইটার দিকে শহরতলীর মাটিডালী ব্রিজের কাছে একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে জানতে পেরে সদর থানার টহল পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে সদর থানার ওসি বদিউজ্জামানসহ সেখানে যান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালিয়ে ঘটনাস্থলের দিকে অগ্রসর হতে থাকে। এতে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।

তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-বিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily