সারাদেশঃ
বক্স খাটের ভেতর থেকে টিসিবি ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। ১৫ এপ্রিল, বুধবার দিনগত রাত ১০টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ টিসিবির তেল উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- হানিফ মিয়া ও লাল মিয়া। তারা কালোবাজারি করে বিক্রির উদ্দেশ্যে এসব তেল মজুত করেছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুর শহরের মধ্যপারবতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়ি থেকে বসুন্ধরা ব্রান্ডের এ সয়াবিন তেলের বোতলগুলো জব্দ করে ডিবি পুলিশ।
তল্লাশি করে তার বেডরুমের বক্স খাটের ভেতরে থেকে টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
-কেএম