শিল্প ও সাহিত্যঃ
প্রাণের অমর একুশে গ্রন্থমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি যুক্ত হেয়ে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান। তিনি বলেন, বইমেলা আয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়া গেছে ১৪ দিনের।

এ ছাড়া মেলায় স্টল বরাদ্দের তারিখ আগামী দু-এক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের ব্যাপারে সম্মতি দিয়েছেন।

বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পাওয়া গেছে।

এর আগে অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত শর্তসাপেক্ষে করার প্রস্তাব দিয়েছিল বাংলা একাডেমি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক সভায় এ প্রস্তাব গৃহীত হয়। পরে এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়।

এ প্রেক্ষিতে বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি মিলেছে।

বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একুশে বইমেলা শুরু করার জন্য প্রকাশকসহ মেলা সংশ্লিষ্ট সবাইকে করোনা প্রতিরোধী টিকা নিতে চিঠি দিয়েছে বাংলা একাডেমি।

বইমেলার সঙ্গে সংশ্লিষ্টদের পাঠানো চিঠিতে আরও বলা হয়, বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বা স্টলের সঙ্গে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী, প্রকাশক, বিক্রেতা ও কর্মীদের নামের তালিকা এবং তাদের ভ্যাকসিন গ্রহণ-সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে বাংলা একাডেমিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর কথা থাকলেও গত ১৬ জানুয়ারি তা দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়।

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily