সাহিত্যঃ
এবারের একুশে বইমেলায় ছড়াকার ও গল্পকার ডা. পলাশ বসুর লেখা দ্বিতীয় ছড়াগ্রন্থ কাঁধে ঝোলা চললো ভোলা’ এবং ভূতের গল্প ‘ইতং বিতং ভূতং’ প্রকাশিত হয়েছে। গত বছর লেখকের প্রথম ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছিলো খোকার গাড়ি যাচ্ছে বাড়ি শিরোনামে। এটি প্রকাশ করেছিলো দৃষ্টি প্রকাশনী।
‘দৃষ্টি প্রকাশনী এবার লেখকের ছোটদের জন্য লেখা ভূতের গল্পের বই ইতং বিতং ভূতং প্রকাশ করেছে। দৃষ্টিনন্দন ছবিতে ৪টি গল্পসহ এটি এখন পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি, লিটল ম্যাগ প্রাঙ্গনের ৫১ নং স্টলে। একই সাথে বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনের কবি প্রকাশনী, স্টল নং ২১৪-২১৫ এবং বেহুলা বাংলা, স্টল নং ১২৩-১২৪ এ।
আর ছড়ার বই কাঁধে ঝোলা চললো ভোলা প্রকাশিত হয়েছে ফেসবুক ভিত্তিক জনপ্রিয় গ্রুপ ‘পেন্সিল’ এর প্রকাশনী পেন্সিল পাবলিকেশনস থেকে। ছড়াগ্রন্থটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের স্টল নং-৫৭৩ এ। মোট ১৫টি ছড়া দিয়ে বর্নীল ছবিতে দারুণ যত্নে সাজানো হয়েছে এ ছড়াগ্রন্থটি।
আকর্ষণীয় প্রচ্ছদ, অলংকরণ এবং নির্ভুল বানানে লেখা বই দুটি শিশু-কিশোরদের ভালো লাগবে বলে প্রকাশনী সংস্থা দুটোর পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
-কেকে