অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ভিডিও গেম ক্যাফেতে হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১১ জন।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় রোববার ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলের একটি ভিডিও গেম ক্যাফেতে ওই হামলার ঘটনা ঘটে।
সিএনএন এর খবরে বলা হয়, জ্যাকসনভিলের একটি রেস্টুরেন্টে ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ভিডিওগেমস টুর্নামেন্ট সরাসরি দেখানো হচ্ছিল। এ সময় এক বন্দুকধারী ঢুকে অতর্কিতে গুলি চালায়। এতে কমপক্ষে ১১ জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
পরে ডেভিড কাৎজ (২৪) নামে ওই বন্দুকধারীও আত্মহত্যা করে। তিনি বাল্টিমোরের বাসিন্দা।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, বন্দুকধারী কাৎজ একজন ভিডিও গেমার ছিলেন। ভিডিও গেম খেলতেই তিনি ওই কমপ্লেক্সে এসেছিলেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে,কাৎজ ভিডিও গেমের প্রতিযোগিতায় হেরে চড়াও হয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন।
-আরবি