আন্তর্জাতিকঃ

দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের আদালত। একইসঙ্গে সারকোজির সাবেক দুই আইনজীবীকেও একই সাজা দেয়া হয়েছে। সোমবার (১ মার্চ) এ রায় ঘোষণা করা হয়। খবর বিবিসির।

তবে নিকোলাস সারকোজিকে তাঁর নিজ বাড়িতেই বন্দি করে রাখা হবে, আর সেজন্য তাকে ইলেকট্রনিক ট্যাগও দিতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেই জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট সারকোজি।

উল্লেখ্য, ফ্রান্সের সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতি, লিবিয়ায় রাষ্ট্রীয় কোষাগার থেকে উৎকোচ গ্রহণ ও তা গোপন রাখা এবং ২০১২ সালের নির্বাচনী প্রচারাভিযনের কাজে অবৈধভাবে অর্জিত সম্পদ ব্যবহারের অভিযোগ আনা হয়।

এছাড়া ২০০৭ সালের নির্বাচনী প্রচারের কাজে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে পাঁচ কোটি ইউরো ঘুষ গ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১১ সালে গণঅভ্যুত্থানে গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর এই অভিযোগ উত্থাপন করেন গাদ্দাফির পুত্র সাইফুল ইসলাম গাদ্দাফি।

সম্প্রতি বিচারককে উৎকোচ প্রদানের মাধ্যমে আদালতের রায়কে নিজের অনুকূলে আনার প্রচেষ্টার দায়েও অভিযুক্ত হন সারকোজি।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily