বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিঃ

ফেসবুকের বিভিন্ন সমস্যা নিয়ে একাধিকবার সমালোচনা ও আলোচনা হয়েছে। এবার বিষয়টি স্বয়ং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সমালোচনা করলেন। তিনি বলেছেন, ফেসবুক সমাজকে বিপুল ক্ষতির মুখোমুখি করছে।

জুকারবার্গ জানান, ফেসবুক তৈরি করা হয়েছিল সামাজিক উন্নয়নের লক্ষ্যে। সামাজিক কাজকর্ম করার জন্য। ফেসবুক অনেক রকম টুলস এনেছে।

তবে তিনি জানান যে, তিনি নিজে অনুভব করেছেন এই ফেসবুক হল ‘ভয়ঙ্কর ভুল’। তিনি মনে করেন বর্তমানে সমাজ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। জিনিউজ এ খবর প্রকাশ করেছে।

এছাড়াও ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান, ফেসবুক হল ভয়ঙ্কর ভুল। তিনি তার সন্তানকে ব্যবহার করতে দেন না ফেসবুক।

চামাথ পালিপিতিয়া আরো জানান, কী ভাবে মানুষের মন ঘোরানো যায় সেটা নিয়েও তারা ভাবছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি এও বলেন, শিশুদের মাথায় কখন কী চলছে, সেটা শুধু ঈশ্বরই জানেন!

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily