অনলাইন ডেস্কঃ

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ার এক  অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার স্কুল চলাকালীন তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শিক্ষিকার নাম নুসরাত জাহান সোনিয়া। তিনি দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তাঁর বাড়ি কলাপাড়া উপজেলার নেছারাবাদ গ্রামে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করে কলাপাড়া থানা পুলিশ। এর পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

কলাপাড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পুলিশ ওই শিক্ষিকার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করে। কিন্তু ওই শিক্ষিকা অন্তঃসত্ত্বা হওয়ায় মানবিক দিক বিবেচনা করে দুদিন তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily