অনলাইন ডেস্কঃ

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নজরদারিতে আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মন্ত্রী অভিযোগ করে বলেন, এই মাধ্যমগুলোতে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমনটি জানান কমিটির সভাপতি আমির হোসেন আমু।

আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে এই কমিটি।

মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযান চলবে বলেও জানিয়েছেন কমিটির সভাপতি আমির হোসেন আমু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আলোচনায় উঠে আসে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার সার্বিক চিত্র, মাদক বিরোধী অভিযান, জঙ্গি তৎপরতাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নজরদারি করার বিষয়।

কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। গাজীপুর ও খুলনার নির্বাচনের কোন সহিংসতা না হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত সারাদেশে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার হয়েছে ৩৭ হাজার ২২৫ জন। তালিকায় যাদের নাম আছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily