সারাদেশঃ
ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় নিয়ে একটি কাভার্ডভ্যান যোগে ফেনী-কুমিল্লা হয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে র‌্যাবের গাড়ী তল্লাশীতে ধরা পড়ে।

এ সময় র‌্যাব সদস্যরা আসামী মোঃ রবিউল আলম (৩৫), পিতা- আব্দুল জলিল, সাং- বিজয়করা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা’কে আটক করে।

কাভার্ডভ্যানে চোরাইকৃত মোট ৩,৮৬৫ পিস ভারতীয় শাড়ি, ১,২২০ পিস থ্রীপিস, ১১০ পিস ভারতীয় লেহেঙ্গা, এবং বিভিন্ন রং এর ০৬ রোল গজ কাপড় উদ্ধারসহ আসামীকে গ্রেফতার এবং উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী দেশ ভারত হতে শুল্ক/কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন কাপড় আনায়নপূর্বক বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ০১ কোটি ২০ লক্ষ টাকা।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily