ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এ্যানুয়াল রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এ্যানুয়াল রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এ্যানুয়াল রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

অর্থনীতিঃ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর কর্মকর্তাদের অংশগ্রহণে ‘এ্যানুয়াল রিস্ক কনফারেন্স-২০২৪’ ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস)-এর পরিচালক আ. ন. ম. মঈনুল কবীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া।

সম্মেলনে ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ডিওএস-এর যুগ্ম পরিচালক মাহমুদা হক।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ আকমল হোসেন, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান আলী নাহিদ খান, সকল আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও শাখার দ্বিতীয় কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

-শিশির

FacebookTwitter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।