ফারইস্ট ইউনিভার্সিটিতে “রিসার্স অ্যান্ড কলাবারেশন” সেমিনার অনুষ্ঠিত

ফারইস্ট ইউনিভার্সিটিতে “রিসার্স অ্যান্ড কলাবারেশন” সেমিনার অনুষ্ঠিত
রিসার্স অ্যান্ড কলাবারেশন

শিক্ষাঃ
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি “রিসার্স অ্যান্ড কলাবারেশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার এফআইইউ এ “রিসার্স অ্যান্ড কলাবারেশন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

ড. বায়েস আহমেদ, এ্যাসোসিয়েট প্রফেসর, ইানস্টিটিউট ফর রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), ইউকে মুল বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রকীব আহমদ এর সভাপতিত্বে সেমিনারে উপস্তিত ছিলেন ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার, ট্রেজারার, এফআইইউ, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, ফ্যাকাল্টি সদস্য, রেজিস্টার ও কর্মকর্তাবৃন্দ।

ড. বায়েস আহমেদ দুর্যোগব্যবস্থাপনা বিষয়ে তার গবেষণালব্ধ বিষয়ে বক্তব্য দেন।

তিনি বিশ্বব্যাপি গবেষনা সহযোগিতার উপর গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করেন এবং গবেষণা সহযোগিতা বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

-শিশির

FacebookTwitter