করোনা সংবাদ:
করোনাভাইরাসে সম্প্রতি ফায়ার সার্ভিসের ৮ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সংস্থাটির ৯ সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন। ইতোমধ্যে আক্রান্তদের সংস্পর্শে আসা ৪১ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তারা সবাই ভালো আছেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। সবার রিপোর্ট এসেছে নেগেটিভ। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন সাংবাদিকদের জানান, কিছু দিন আগে পোস্তগোলা ফায়ার স্টেশনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন নতুন করে আক্রান্ত হয়েছে সদরঘাট ফায়ার স্টেশনের সাতজন ও পূর্বাচল ফায়ার স্টেশনে একজন। এ নিয়ে ফায়ার সার্ভিসের ৯ জন সদস্য করোনায় আক্রান্ত হলেন।
-এফকে