অনলাইনঃ
করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ প্রস্তত। এ বিষয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী চীনের মত বাংলাদেশেও বিশেষ হাসপাতাল নির্মানের আভাস দেন। তিনি আজ সরকারের ক্রয় সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং শেষে জানান, করোনা নিয়ে সারাবিশ্ব বিপদে আছে। আমরাও বিশ্বের একটা অংশ। তাই করোনা থেকে আমরা মুক্ত আছি আমরা এটা বলতে পারবো না। যেহেতু অররেডি এসে গেছে আমাদের দেশে। সংখ্যায় কম হলেও এসে গেছে। এটা আমাদের স্বীকার করতে হবে। এই করোনা যাতে করে কম রাখা যায় সেদিকে সতর্ক থাকতে হবে।
প্রথম যখন সাংহাই শুরু হয়েছিল তখন তাদের কোন অভিজ্ঞতা ছিল না, এ জন্য তাদের ভোগান্তি বেশি হয়েছিল। কিন্ত এখন আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। মন্ত্রী বলেন, আমরা যদি সবাই সবার জায়গা থেকে এই কথাটিই বলি, কি করলে আমরা এর থেকে মুক্ত থাকতে পারি। দেশকে মুক্ত রাখতে পারি, পুরা জাতিকে মুক্ত রাখতে পারি। আমি মনে করি এই কাজটি করার দায়িত্ব আমাদের সকলেরই।
মন্ত্রী বলেন, এটি শুধু স্বাস্থ্য, মন্ত্রনালয়ের কাজ না। এটি অর্থমন্ত্রনালয়ের কাজ না। আমি মনে করি আমাদের সকলেরই দায়িত্ব এটি প্রতিরোধ করা।
আমি এটুকু আস্বস্ত করতে পারি, যদি স্বাস্থ্য,মন্ত্রনালয় আথর্িক সক্ষমতা তাদের নেই। এটি ঠিক না। আমাদের আথর্িক সক্ষমতা আছে। যদি স্বাস্থ্যমন্ত্রনালয় কোন রিকুইজিট বা কোন সরন্জাম কিনতে হয় কিংবা এ সমস্যা মোকাবেলায় কম সময়ের মধ্যে কোন হসপিটালও করতে হয়(স্পেসিফিক পারপাস বিল ফল হসপিটাল) এগুলো করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কখনোই না করবেন না। সফলভাবে আমরা স্বাস্থ্য মন্ত্রনালয়কে সাহায্য করবো, অর্থায়ন করবো যাতে করে কাজগুলো সুন্দরভাবে এবং কোনভাবে পিছিয়ে না থেকে কাজগুলো করতে পারে।
মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, এই বিষয়ে আএমএফ নিটোর অর্থায়ন করবে। আমরাও টাকা পাবো।
-শিশির