অনলাইন ডেস্কঃ
দেশের স্বনামধন্য বেসরকারি ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি মধ্যকার সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্প্রতি সিএমপির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সিএমপির পক্ষে চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির পুলিশ কমিশনার মোঃ মাহবুবর রহমান, পিপিএম। সিএমপির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিএমপির উপ পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল জব্বার চৌধুরী।
এ চুক্তির আওতায় সিএমপি পরিচালিত কিন্ডারগার্ডেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার আওতায় এনে টিউশন ফি সংগ্রহ সহ সকল ধরণের ব্যাংকিং সেবা দিবে প্রিমিয়ার ব্যাংক। এ লক্ষ্যে প্রিমিয়ার ব্যাংক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্টট্রাক ও টিউশন ফি কালেকশন বুথ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করবে।
প্রিমিয়ার ব্যাংকের স্কুল ব্যাংকিং ও সিএসআরের আওতায় চুক্তি অনুযায়ী গার্ডিয়ান একাউন্ট হোল্ডার গরীব ও মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি লাভ করবে। ফ্রি বীমা সুবিধার মাধ্যমে অভিভাবকের মৃত্যুজনিত কারণে শিক্ষার্থীর শিক্ষাব্যয় নির্বাহে ৩ লক্ষ টাকা দেয়া হবে। তাছাড়া সিএমপি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ও সকল প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা স্বল্প সুদে ও বিনাচার্জে ঋণগ্রহণ সহ সকল ব্যাংকি সুবিধা নিতে পারবে।
সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রিমিয়ার ব্যাংক স্কুল ব্যাংকিং সম্পর্কে ‘পাওয়ার পয়েন্ট’ প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস মো: শামীম মোরশেদ।
এতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ-উল-হাছান, প্রিমিয়ার ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস মো: শামীম মোরশেদসহ সিএমপি ও ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং সিএমপি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
–এসএম