অর্থনীতিঃ
বেসরকারি আর্থিক খাতের অন্যতম শীর্ষ ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ফিন্যান্স পাবলিকেশন্স লিমিটেডের ‘ফাস্টেস্ট গ্রোয়িং এসএমই ব্যাংক-২০১৮’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

দুবাইয়ের জুমেরা এমিরাটসে ইন্টারন্যাশনাল ফিন্যান্স পাবলিকেশন্স আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি. এম. ইকবাল ব্যাংকের পক্ষ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম. রিয়াজুল করিম (এফসিএমএ)।

যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ফিন্যান্স পাবলিকশেন্স লিমিটেডের প্রিমিয়াম ম্যাগাজিন ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স’ এ অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। আর্থিক-শিল্পখাতের মেধাবী নেতৃত্ব, দক্ষতা ও সক্ষমতার স্বীকৃতি দেয়ায় অন্যতম ইন্টারন্যাশনাল ফিন্যান্স অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড প্রদানের আগে যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠানকে নির্বাচিত করার জন্য একটি গবেষণা দল নিবিড়ভাবে কাজ করে।

গবেষণা দলের সুপারিশের ভিত্তিতেই সেরা প্রতিষ্ঠানকে ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স’ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়ে থাকে।

এ বছর ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক ব্যাংকের চেয়ারপার্সন, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইনান্সিয়াল অফিসারসহ সিনিয়র ম্যানেজমেন্ট অংশ নিয়েছেন।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily