বিনোদনঃ
লন্ডনের পারিবারিক আদালতে প্রিন্সেস হায়া’র বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলাটি এ মাসের শেষ দিকে শুনানি হওয়ার কথা রয়েছে। রয়্যাল কোর্ট বিষয়টি নিশ্চিত করলেও মামলার বাদী-বিবাদী এ সম্পর্কে কিছু বলেননি।
একাধিক সূত্রে জানা যায়, ৩০ ও ৩১ জুলাইয়ের ওই শুনানির দিন উপস্থিত হবেন দুবাইয়ের শাসক।
লন্ডনের প্রখ্যাত আইনি পরামর্শ প্রতিষ্ঠান লেডি হেলেন ওয়ার্ড অব স্টুয়ার্টস তার পক্ষে আদালতে লড়বে। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের।
প্রিন্সেস হায়া জর্ডানের বাদশাহ কিং আবদুল্লাহর বোন। ২০০৪ সালে তিনি দুবাইয়ের শাসককে বিয়ে করেন। ৬৯ বছর বয়সী ধনকুবের শাসকের ষষ্ঠতম স্ত্রী তিনি।
শেখ মোহাম্মদ আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীও। তিনি দুবাইয়ের শাসকও। ধারণা করা হয়, তিনি ৯০০ কোটি ডলারের সম্পত্তির মালিক।
এ ছাড়া ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে প্রিন্সেস হায়ার। প্রিন্স চার্লস এবং তার স্ত্রী প্রিন্সেস ক্যামেলিয়ার বন্ধু তিনি।
জর্ডানের রাজপরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, শাসক পরিবারের গোপন কিছু বিষয় জেনে যাওয়ায় তিনি প্রাণ হারানোর আশঙ্কায় আছেন।
-কেএম