স্বাস্থ্যঃ

বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের ৫ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল হেলথকেয়ার ব্র্যান্ড প্রাভা হেলথ।

সেই উপলক্ষ্যে আজ (২৪ আগস্ট) প্রাভা হেলথ-এর বনানী ফ্ল্যাগশিপ সেন্টারে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

২০১৭ সালে উদ্বোধনের পর প্রাভা হেলথ এখন পর্যন্ত ৩৯০,০০০ এরও বেশি রোগীদের সেবা প্রদান করেছে। অনেকগুলো মাইলফলকের মধ্যে এ বছর প্রাভার ল্যাব বিএবি (বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড) এবং I

SO 15189-2012 থেকে স্বীকৃতি পেয়েছে, যা প্রাভাকে বাংলাদেশের ছয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবের মধ্যে একটি করে তুলেছে। এর পাশাপাশি, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির বিজনেস স্কুলগুলো প্রাভার বিসনেস মডেলের উপর পৃথক কেস স্টাডি করেছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থীদের শেখানো হয়।

কমিউনিটিতে স্বাস্থ্যসেবা প্রদানের ৫ বছর উদযাপন করার সময়, প্রাভার সিনিয়র ম্যানেজমেন্ট টিম, ডাক্তার, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ এবং পুরো প্রাভা টিম একসাথে কেক কেটে কোম্পানির অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily