প্রশাসনঃ

প্রশাসন ক্যাডারে এখন পর্যন্ত ছয়জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে- মাঠ প্রশাসনে নায়ায়ণগঞ্জে তিনজন, গাজীপুর ও ভৈরবে একজন করে এবং জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর রয়েছেন।

১৯ এপ্রিল, রবিবার এ তথ্য জানান জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত কর্মকর্তাদের চিকিৎসা দিতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাদের সংস্পর্শে যারা ছিলেন সেসব কর্মকর্তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’

নিজেদের হেফাজত করে সতর্ক থেকে কাজ করতে মাঠ প্রশাসনকে আগেই নির্দেশনা দিয়েছি বলেও জানান জনপ্রশাসন সচিব।

এর আগে প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ এপ্রিল মারা গেছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৯১ জন দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৩১২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫৬জনে। নতুন করে সুস্থ্য ৯ জনসহ মোট সুস্থ্য হয়েছেন ৭৫ জন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily