ঢাকা:মোবাইল নেটওয়ার্ক পরিচালনাকারীদের প্রযুক্তিগত রুপান্তরের জন্য ‘ইউনিসীর’ নামে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসলো বৈশ্বিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জেডটিই।

সম্প্রতি সাংহাইতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পঞ্চম প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি সমাধানের ঘোষনা আসে চীনা প্রতিষ্ঠান ঝংজিং টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে।এসময় কর্মকর্তারা ইউনিসীর সেবা সংশ্লিষ্ট ছয়টি অ্যাপলিকেশন পরিচয় করিয়ে দেন।

ইউনিসীর নামে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সেবাটি নেটওয়ার্কের সমস্যার অগ্রীম বার্তা প্রদানের মাধ্যমে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে উন্নত গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সক্ষমতা বাড়াবে বলে জানানো হয় জেডটিই বাংলাদেশের পক্ষ থেকে।

কর্মকর্তারা বলছেন, টেলিযোগাযোগ ক্ষেত্রের সম্ভাব্য সমস্যাগুলোর উপর সার্বক্ষনিক পর্বেক্ষনের মাধ্যমে অনেক সেবার মধ্যে তরঙ্গের উপর গ্রাহকের আস্থা বাড়াতে কাজ করবে নতুন প্রজন্মের যন্ত্রটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রটিতে তিনটি অংশ রয়েছে যার মধ্যে প্রথমটি হলো, মাল্টিভ্যারিয়েট ডেটা রেসিপেটরি (বহুমাত্রিক তথ্য ভান্ডার) যেটি নেটওয়ার্কে সেবা প্রদানের ক্ষেত্রে তথ্য পর্যালোচনার মাধ্যমে উদ্ভাবনী সেবা প্রদানে সহায়তা করবে বলে কর্মকর্তাদের দাবি।
দ্বিতীয়টি হলো,অফলাইন ল্যাব যেটি প্রাতিষ্ঠানিক (ইটুই) প্রযুক্তি রূপান্তরের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষনের মাধ্যমে সেবা প্রদানে পাশে থাকবে।

শেষভাগে লেয়ার্ড এআই ইঞ্জিন কেন্দ্রিয় পরিচলন ব্যবস্থার মাধ্যমে টেলিযোগাযোগ বহুমাত্রিক তরঙ্গে সেবা প্রদানে কাজ করবে বলে জানান জেডটিইর কর্মকর্তারা। কার্য পরিচালনার ক্ষেত্রে যন্ত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানো হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily