প্রবাসী দিবস নির্ধারণে গবেষণার প্রয়োজনঃ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইনঃ
গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো প্রবাসী দিবস পালন করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। এ নিয়ে গবেষণাও হয়েছে।

প্রবাসী দিবস পালনের জন্য বছরের কোন দিনটি নির্ধারণ করা হবে, তার জন্য যুক্তিযুক্ত কারণ থাকতে হবে। এ বিষয়ে আরও গবেষণা ও আলোচনা করে দিবসটি ঠিক করতে হবে। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ সোমবার (২৮ জানুয়ারি) এনআরবি বা প্রবাসী বাংলাদেশি দ্বিতীয় বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও বিনিয়োগে প্রবাসীদের সম্পৃক্ত করতে হবে। এজন্য প্রবাসীদের প্রতি তাদের জীব্ন বৃত্তান্ত সংশ্লিষ্ট দূতাবাসে জমা দিতে অনুরোধ করা হলো।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন ২০৩০ ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেওয়া হবে। আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। উন্নয়নের মহাসড়কে প্রবাসীদের সম্পৃক্ত করতে হবে।

আবদুল মোমেন বলেন, প্রবাসীরা দেশের একটি বড় শক্তি। প্রতিবছর প্রবাসীরা দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছেন। প্রবাসীরা চাইলে আরও বেশি অবদান রাখতে পারেন।

-ডিকে

FacebookTwitter