অর্থনীতিঃ
দেশের শীতার্ত দরিদ্র জনগণের সহায়তায় দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল প্রদান করেছে।

বুধবার (২৮ অক্টোবর, ২০২০) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে এসব কম্বল হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যুক্ত ছিলেন। এসময় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily