করোনা সংবাদঃ
প্রাণাঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের মাত্রা বোঝাতে প্রত্যেকটি এলাকাকে রেড, ইয়েলো ও গ্রীন জোনে ভাগ করার সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে প্রথম রেড জোন হিসেবে লকডাউন করা হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার।
মঙ্গলবার রাত ১২টার পর থেকে লকডাউন নিশ্চিত করা হয়। লকডাউন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন,পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।
লকডাউন সময়ে পূর্ব রাজাবাজারে বসবাসরত সর্বসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। এলাকা থেকে কেউ বাহিরে যেতে পারবেন না এবং বাহিরে থেকে কেউ এলাকায় প্রবেশ করতে পারবেন না। এসময় কোন ধরনের যানবাহন এ এলাকায় চলবেনা। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী অনলাইনের মাধ্যমে ক্রয় করা যাবে যা বাসায় পৌঁছে দেয়া হবে। এটুআই ও ই-ক্যাব যৌথভাবে পরিচালনা করবে বলে জানা যায়।
এর আগে গত সোমবার গুলশান, কলাবাগান, গেন্ডারিয়া, পল্টন, সূত্রাপুর, রমনা, রাজাবাজার, তেজগাঁও, হাজারীবাগসহ রাজধানীর ১০টি এলাকাকে রেড জোন ঘোষণা করার প্রস্তাব করা হয় স্বাস্থ্য বিভাগ থেকে। রাজধানীর যেসব এলাকায় প্রতি এক লাখে ৩০ থেকে ৪০ জন মানুষ বা তার অধিক আক্রান্ত হয় সে এলাকাকে রেডজোন ঘোষণা করা হবে। ৩ থেকে ৩৯ জন আক্রান্ত এলাকাকে ইয়েলো জোন এবং এর বাহিরে অন্য এলাকাগুলো গ্রিনজোন হিসেবে ঘোষণা করা হবে। সবগুলো জোনের জন্য দেয়া হবে আলাদা নির্দেশনা।
-ডিকে