স্পোর্টসঃ
গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই জয় পেল না আর্জেন্টিনা। কোপা আমেরিকায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল লিওনের মেসি নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে রিও ডি জেনিরিওতে দুর্দান্ত ফ্রি কিকের মাধ্যমে পাওয়া মেসির গোলে এগিয়ে যায় আলবেসিলেস্তেরা।

৩৩তম মিনিটে গোল তুলে জাতীয় দলের জার্সিতে ৭৩তম গোল করেন বার্সোলোনা মহাতারকা। যা প্রতিযোগিতামূলক ম্যাচে নিজের ৩৯তম গোল। পেছনে ফেলেছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।

প্রথমার্ধে দাপট দেখিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। যদিও দ্বিতীয়ার্ধে নেমে ঘুরে দাঁড়ায় চিলি।

৫৭ মিনিটে ইন্টার মিলান তারকা আর্তুরো ভিদাল পেনাল্টি নিলেও তা ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে ফিরতি শটে গোল আদায় করেন এডুয়ার্ডো ভারগাস।

সমতায় ফেরার পর কোনও পক্ষই শেষ পর্যন্ত আর গোল আদায় করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগ করেই থামতে হয় তাদের।

আগামী শনিবার ভোর ছয়টায় গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

চিলির বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমরা জয় দিয়ে শেষ করতে চেয়েছিলাম। আগামী ম্যাচে আমাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এই ম্যাচটি আরও কঠিন হবে। এখন সামনের ম্যাচ নিয়ে আমাদের ভাবতে হবে।’

-টিবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily