প্রথম দিনেই সর্বনাশ, মাঠ ভিজে একাকার

স্পোর্টসঃ
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বৃহস্পতিবার ভোর চারটায় দ্বিতীয় টেস্টের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওয়েলিংটনের আকাশে ভোর থেকে মুষলধারে বৃষ্টি। মাঠ ভিজে একাকার।

এমন দিনে যা হওয়ার তা-ই হলো টস, এমনকি প্রথম সেশনের একটি বলও মাঠে গড়ায়নি। আকাশের অবস্থা দেখে স্থানীয় আবহাওয়া অফিস আগে ধারনা করেছিল কি হতে যাচ্ছে।

তবে ধারাভাষ্যকাররা বলেছিলেন বৃষ্টি থামলে মধ্যাহ্নভোজনের বিরতির পর খেলা শুরু হতে পারে। কিন্তু সেটি আর হয়ে ওঠে নি। মাঠে যে পরিমাণ পানি জমেছে তাতে মাঠ শুকিয়ে খেলা শুরু করাটাও ছিল বেশ সময় সাপেক্ষ।

সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হারের পর প্রথম টেস্টে একদিন বাকি থাকতে ইনিংস ও ৫২ রানে হেরেছে টাইগাররা। এ হতাশার সঙ্গে ভোগাচ্ছে ইনজুরি সমস্যা। দলের অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটারও ইনজুরিতে।

তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড।

FacebookTwitter