ব্যবসা বাণিজ্যঃ

নতুন প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পু নিয়ে এবার বাজারে এলো ম্যারিকো বাংলাদেশ। প্যারাস্যুট অ্যাডভান্সড, নিহার ন্যাচারালস, মেডিকার, সাফোলা ও স্টুডিও এক্স-এর মতো বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর উৎপাদক প্রতিষ্ঠান ম্যারিকো।

প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পু এসেছে তিনটি আকর্ষণীয় ভ্যারিয়েন্টেঃ নারিশিং কেয়ার, ড্যামেজ রিপেয়ার এবং অ্যান্টি হেয়ারফল। প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পুর প্রতিটি ভ্যারিয়েন্টই প্যারাবেন ফ্রি এবং ডার্মাটোলোজিক্যালি পরীক্ষিত। নতুন এই ব্র্যান্ড লঞ্চের মাধ্যমে পার্সোনাল কেয়ার ক্যাটাগরিতে ম্যারিকো বাংলাদেশ এর পথচলায় আরও একটি মাইলফলক অর্জিত হলো।

নতুন প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পুর প্রতিটি ভ্যারিয়েন্টই কোকোনাট মিল্ক প্রোটিনের গুণে সমৃদ্ধ। কোকোনাট মিল্ক প্রোটিনের পাশাপাশি নারিশিং কেয়ার ভ্যারিয়েন্টটি অ্যালো ভেরা, ড্যামেজ রিপেয়ার ভ্যারিয়েন্টটি হিবিসকাস এবং অ্যান্টি হেয়ার ফল ভ্যারিয়েন্টটি হেনার গুণে সমৃদ্ধ।

প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পু লঞ্চ প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল বলেন, “ব্যক্তিগত সৌন্দর্য চর্চায় এসময়ের নারীরা বর্তমানে অনেক বেশি সচেতন। আমরা অত্যন্ত আনন্দিত যে, তাদের সৌন্দর্য চর্চার প্রয়োজনীয় চাহিদা পূরণে ম্যারিকো বাংলাদেশ এবার বাজারে নিয়ে এলো নতুন প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পু। গ্রাহকদের জীবনে নতুনত্ব নিয়ে আসার ক্ষেত্রে ম্যারিকো বাংলাদেশ-এর প্রচেষ্টায় আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক এটি।”

প্যারাস্যুট ন্যাচারালে শ্যাম্পু সারাদেশ জুড়ে আপনার নিকটস্থ রিটেইল আউটলেট, কসমেটিক্স আউটলেট এবং সুপার শপের পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily