ব্র্যাণ্ডঃ

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার অ্যান্টি হেয়ারফল অয়েল চুল পড়া সমস্যা রোধে বাংলাদেশে প্রথমবারের মতো ট্রাইকোলজিস্ট ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে শুরু করেছে৷ ক্যাম্পেইনের অংশ হিসেবে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রতি সপ্তাহে এ বিষয়ক সোশ্যাল মিডিয়া লাইভ আপলোড করা হবে।

দেশব্যাপি চুল পড়ার সমস্যায় ভুগছেন এমন মানুষদের বিভিন্ন প্রশ্ন দিয়ে ট্রাইকোলজিস্ট ক্যাম্পেইনটি সাজানো হয়েছে।

সোশ্যাল মিডিয়া লাইভ ভিডিওর আলোচনা পর্বে একজন প্রফেশনাল ট্রাইকোলজিস্ট তাদের সকল প্রশ্নের উত্তর দেবেন এবং চুল পড়া সমস্যার প্রধান কারণগুলো ও সমাধান বা করণীয় সম্পর্কে আলোচনা করবেন, বিশেষ করে যেসব প্রাকৃতিক সমাধানসমূহ কার্যকর বলে ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে৷

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার অ্যান্টি হেয়ারফল অয়েল নারিকেল, মেথি, আমলা এবং অ্যালো ভেরার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার অ্যান্টি হেয়ারফল অয়েলের প্রতিটি বোতলে একটি বিশেষ রুট অ্যাপলিকেটর থাকে যা মাথার ত্বকে তেলের সমপরিমাণ বিস্তৃতি নিশ্চিত করে ও চুলের গোঁড়ায় গোঁড়ায় অনায়াসে তেল পৌছাতে সাহায্য করে চুল পড়া কমায় মাত্র ৪৫ দিনের মধ্যে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily